এক নজরে ধামসোনা ইউনিয়ন পরিষদ
ধামসোনা ইউনিয়নে গিরে রয়েছে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা।
তাছাড়ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন গ্রাম নিয়ে গড়ে উঠেছে ধামসোনা ইউনিয়ন পরিষদ।
ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১। আয়তনঃ ৮০৯৮ একর, ৩২.৭৭ বর্গ কিঃমিঃ
২। মোট লোকসংখ্যা = ৩০৮০২৪ জন,
আদমসুমারী অনুসারে জনসংখ্যার রিপোর্ট।
৩। মোট ভোটার সংখ্যাঃ ১,৮৬,৯৮৩
ক) পুরুষ ভোটার- ৯৪,৪৯০
খ) মহিলা- ৯২,৪৯৩
৪। মোট রাস্তার দৈর্ঘ্য ১১২ কিঃমিঃ (পাকা, কাচা ও সলিং)
৫। মোট হোল্ডিং সংখ্যা- ১৭,৮৮৬টি
৬। মোট শিক্ষা প্রতিষ্ঠানঃ-
ক) প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ- ১০৪ টি (কেজি সহ)
খ) মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ ২৫ টি
গ) উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানঃ ৮টি
ঘ) বিশ্ববিদ্যালয়- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
০৭.ধর্মিয় প্রতিষ্ঠানঃ
ক) মসজিদ ও মাদ্রাসা - ১৫৫টি,
খ) মন্দির -১৪ টি,
গ) বৌদ্ব মন্দির-১টি,
ঘ) কবরস্থান -১২টি,
ঙ) শ্মশান -২টি
৮। ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (DEPZ)।
৯। পরমাণু শক্তি গভেষণা প্রতিষ্ঠান একটি।
১০। জাতীয় ক্যাডেট কোর প্রশিক্ষণ একাডেমী একটি।
১১। বাংলাদেশ বিমান পোল্টি ফার্ম।
১২। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১
১৩। হাট বাজার একটি।
১৪। মৌজা ১৪টি ।
১৫। মোট বীর মুক্তিযোদ্ধা- ১৩৫ জন।
১৬। থানা- ১টি।
১৭। ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ক্যাম্প-১টি।
১৮। নির্বাচনী সদস্য সংখ্যা- ১৩ জন।
১৯। সচিব- ১ জন।
২০। গ্রাম পুলিশ: ১০ জন।
২১। গ্রাম সমূহ:
শ্রীপুর, ভাদাইল, গাজীরচট, পবনারটেক, ডেন্ডাবর, নলাম, এনায়েতপুর, নলাম বাগবাড়ী, পলাশবাড়ী,
বাঁশবাড়ী, কাইচাবাড়ী, মধুপুর, বড়টেক, ছনটেকি, কন্ডা, উনাইল, গোপালবাড়ী, মাইঝাইল, পাইছাইল,
ধামসোনা, দেবদশা, সুবন্দী, তালটেকি, মোল্লারটেক, নতুন নগর, মোজারমিল,।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস