১। মোঃ আব্দুল কাদের
উপ-সহকারী কৃষি অফিসার
মোবাইলঃ ০১৭১৮৩৮৩৪৩০
২। নাসরীন আক্তার
উপ-সহকারী কৃষি অফিসার
মোবাইলঃ ০১৯৩৮৮২২২৭০
২। শারমিন আক্তার
উপ-সহকারী কৃষি অফিসার
মোবাইলঃ ০১৭৪৪৮৬৯২৪২
কৃষি সেবার তালিকা
আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা অত্র শিমুলিয়া ইউনিয়নের উৎপাদিত হয়। । শিমুলিয়া ইউনিয়নের উৎপাদিত মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই আলুর স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে তাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
নিম্নলিখিত ওয়েবসাইট ব্রাউজ করে আপনার জিজ্ঞাসার উত্তর পেতে ক্লিক করুন-
ক্রমিক নং | কৃষি বিষয়ক ওয়েব সাইটের নাম | কৃষি বিষয়ক ওয়েব সাইটের ঠিকানা |
০১ | ই-কৃষি | www.ekrishi.com |
০২ | ই-কৃষক | www.ekrishok.com |
০২ | কৃষি ব্লগ | www.krishiblog.com |
০৪ | কৃষি বাংলা | www.krishibangla.com |
০৫ | এগ্রোবংলা | www.agrobangla.com |
০৬ | কৃষি মার্কেট | www.krishimarket.com |
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার
0
উপ সহকারী কৃষি কর্মকর্তার অফিস
ধামসোনা ইউনিয়ন পরিষদ
ধামসোনা, আশুলিয়া, সাভার, ঢাকা।
ধামসোনা, আশুলিয়া, সাভার, ঢাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS